BAFTA 2025 | মুকুটে নয়া পালক, BAFTA পুরস্কার দৌড়ে পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’

Thursday, January 16 2025, 2:38 am
highlightKey Highlights

কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি সম্মানে পুরস্কৃত হয় পরিচালক পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। গত ডিসেম্বর মাসেই গোল্ডেন গ্লোবসএর মনোনয়নে সেরার সেরা তালিকায় নাম তুলেছিল এই ছবি।


কান চলচিত্র উৎসব থেকে গোল্ডেন গ্লোবস, একের পর এক সেরার শিরোপা জিতছে পরিচালক পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এবার নতুন মুকুট তাঁর মাথায়। আন্তর্জাতিক দুনিয়ায় প্রশংসিত এই সিনেমা এবার BAFTA পুরস্কারের দৌড়ে। ‘দ্য ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস’এ সেরা নন ইংলিশ ক্যাটাগরিতে নাম রয়েছে পায়েল কাপাডিয়ার ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’এর নাম। বাফটা পুরস্কারে সেরা নন ইংলিশ ফিল্ম বিভাগে শেষ হাসি কে হাসে সেটাই দেখার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File