সস্তা হল এসি কামরায় রেল-সফর, ভারতীয় রেল AC3 ইকনমি ক্লাসের ভাড়া কমালো

Friday, August 27 2021, 4:18 pm
সস্তা হল এসি কামরায় রেল-সফর, ভারতীয় রেল AC3 ইকনমি ক্লাসের ভাড়া কমালো
highlightKey Highlights

দেশবাসী এবার সস্তায় এসিতে রেলযাত্রার সুযোগ পেতে চলেছেন। ভারতীয় রেল এসি৩ ইকনমি ক্লাসের ভাড়া সাধ্যের মধ্যে রাখল। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এসি৩ কোচের ভাড়া ঘোষণা করেনি ভারতীয় রেল। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এসি৩ কামরার চেয়ে এসি৩ ইকনমি ক্লাসের ভাড়া ৮ শতাংশ কম হতে চলেছে। এবার থেকে স্লিপার ক্লাসে যাঁরা রেলযাত্রা করেন তাঁরা সামান্য বেশি টাকা দিলেই এসি ইকনমি ক্লাসে সফর করতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File