Patna Hospital Firing | খাস কলকাতা থেকে গ্রেফতার পাটনার খুনি! পুলিশের জালে আরও ৫

Saturday, July 19 2025, 7:16 am
Patna Hospital Firing | খাস কলকাতা থেকে গ্রেফতার পাটনার খুনি! পুলিশের জালে আরও ৫
highlightKey Highlights

পাটনায় খুন করে বাংলায় লুকনোর চেষ্টা। হাসপাতালে ঢুকে গুলি কাণ্ডে পুলিশের জালে আরও ৫ জন।


পাটনায় হাসপাতালে আইসিইউতে ঢুকে ২০৯ নম্বর কেবিনে শুয়ে কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে গুলি করে পালিয়েছিল ৫ দুষ্কৃতী। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেডেই মারা যায় চন্দন। মূল অভিযুক্ত তৌসিফ রাজা ওরফে বাদশা সহ চার সহকারী আকিব মালিক, সোনু, কালু ওরফে মুস্তাকিম এবং ভিন্ডি ওরফে বলবন্ত সিংয়ের নাম প্রকাশ করেছে পুলিশ। সূত্রের খবর, মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে ৫ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসটিএফের যৌথ বাহিনী। নিউটাউন সাপুরজি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File