Bihar PSC । বিপিএসসি পরীক্ষার্থীকে চড় ! কাঠগড়ায় পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং
Friday, December 13 2024, 3:00 pm
Key Highlights
শুক্রবার বিহারের পাটনায় একটি বিপিএসসি পরীক্ষার হলের বাইরে পরীক্ষার্থীরা প্রতিবাদে শামিল হন। প্রতিবাদ করার সময় পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং এক পরীক্ষার্থীর দিকে তেড়ে গিয়ে তাঁকে থাপ্পড় মারেন।
বিহারে চলছে বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা। এদিন দুপুর ১২ টা থেকে শুরু হয় পরীক্ষা। এসময় পরীক্ষার সেন্টারের বাইরে ও বিপিএসসি হেডকোয়ার্টারের সামনে পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের সময়কাল বাড়ানো , পদ্ধতির নরমালাইজেশন ইত্যাদি বিভিন্ন দাবিতে আন্দোলনে বসে। প্রতিবাদ আরও বাড়তে থাকে, ইউটিউবার ও শিক্ষক ফয়জল খানের(খান স্যার) গ্রেফতারি ঘিরে। ঘটনাস্থলে উপস্থিত হন পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং। রাগের মাথায় এক পরীক্ষার্থীর দিকে তেড়ে গিয়ে তাঁকে থাপ্পড় মারেন তিনি। মুহূর্তে ভাইরাল হয় ভিডিও।