Patiala House Court | দিল্লির জয়হিন্দ কলোনিতে বাংলাভাষীদের উচ্ছেদের উপর স্থগিতাদেশ আদালতের!

দিল্লির জয়হিন্দ কলোনিতে বাংলাভাষী বসবাসকারীদের উচ্ছেদের উপর স্থগিতাদেশ দিলো পাতিয়ালা হাউস কোর্ট।
দিল্লির জয়হিন্দ কলোনিতে বাংলাভাষী বসবাসকারীদের উচ্ছেদের উপর স্থগিতাদেশ দিলো পাতিয়ালা হাউস কোর্ট। দিল্লির অভিজাত বসন্তকুঞ্জ এলাকার পাশে অবস্থিত জয়হিন্দ কলোনিতে বসবাসকারী বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলে কয়েকদিন আগে সরব হয় তৃণমূল। ওই কলোনির বাংলাভাষী বাসিন্দাদের অভিযোগ ছিল, বাংলায় কথা বলার জন্য তাঁদের হেনস্থা করা হচ্ছে। এরপরই তাদের উচ্ছেদ মামলায় আদালত স্থগিতাদেশ দেয়। এই রায়কে একপ্রকার 'জয়' হিসেবে দেখে পশ্চিমবঙ্গের শাসকদল টুইট করে বলে, 'ভিনরাজ্যে বাংলাভাষী ভারতীয়দের হেনস্থার বিরুদ্ধে লড়াই চলবে'।