পরিবহনদীর্ঘ ১০ মাস পর চালু হল জলপাইগুড়ি-হলদিবাড়ি রুটের লোকাল ট্রেন, জলপাইগুড়িতে বিক্ষোভ যাত্রীদের
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চালু হল লোকাল ট্রেন। কিন্তু রেলের নয়া নিয়মে টিকিট কাটতে রাজি নন যাত্রীরা! প্রথম দিনে তুমুল বিক্ষোভ জলপাইগুড়ি স্টেশনে। লকডাউনে জেরে প্রায় ১০ মাস পর ফের জলপাইগুড়ি-হলদিবাড়ি রুটে গড়াল ট্রেনের চাকা। সকাল থেকে স্টেশনে ভিড় করেছিলেন নিত্যযাত্রীরা। সকলেরই চোখে-মুখে বেশ খুশি খুশি ভাব। কিন্তু টিকিট কাটতে গিয়ে ঘটল বিপত্তি। যাত্রীদের দাবি, কাউন্টারে নগদ টাকা দিয়ে টিকিট কাটা যাচ্ছে না। রেলের নয়া নিয়মে লোকাল ট্রেনের ক্ষেত্রে রিজার্ভেশনের ফর্ম ফিলাপ করে অনেক বেশি দাম দিয়ে টিকিট কাটতে হচ্ছে। তাতে সময়ও বেশি লাগছে। শেষপর্যন্ত একসময়ে ধৈর্য্যের বাঁধ ভাঙে। জলপাইগুড়ি স্টেশনে মেন গেটের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান যাত্রীরা।