দেশ

IndiGo Flight | বুধে ফের বিমান বিভ্রাট! খুললো না বিমানের দরজা, ভেতরে আটকে প্রাক্তন মুখ্যমন্ত্রীও!

IndiGo Flight | বুধে ফের বিমান বিভ্রাট! খুললো না বিমানের দরজা, ভেতরে আটকে প্রাক্তন মুখ্যমন্ত্রীও!
Key Highlights

বুধবার দুপুরের আধ ঘণ্টা ভয়ে-আতঙ্কে কাটল ইন্ডিগোর দিল্লি-রায়পুর 6E 6312 ফ্লাইটের যাত্রীদের।

বুধবার দুপুরে ফের বিমান আতঙ্কে কাটলো ইন্ডিগোর দিল্লি টু রায়পুর 6E 6312 ফ্লাইটের যাত্রীদের। সূত্রের খবর, দুপুর ২টো ২৫এ দিল্লি থেকে রায়পুর বিমানববন্দরে অবতরণ করে এই ফ্লাইটটি। অবতরণের পরেই ক্রু মেম্বাররা বিমানের দরজা খোলার চেষ্টা করলে দেখা যায় দরজা লক হয়ে গিয়েছে। এয়ারক্র্যাফ্টের কেবিন স্ক্রিনে দরজার মেকানিজ়ম নো সিগন্যাল হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর বিমানের দরজা খোলে। উল্লেখ্য, ফ্লাইটে ছিলেন ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল, বিধায়ক চতুরি নন্দও।