Punjab Bus Accident । পঞ্জাবের ভাটিন্ডায় সেতুতে ধাক্কা মারল যাত্রীবাহী বাস, ঘটনাস্থলেই মৃত্যু ৮ জনের
Friday, December 27 2024, 5:07 pm
Key Highlights
নয়ানজুলিতে বাস উল্টে মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ভাটিন্ডায়।
শুক্রবার পঞ্জাবের ভাটিন্ডায় মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটলো। সূত্রের খবর, শুক্রবার তালওয়ান্ডি সাবো থেকে ভাটিন্ডা শহরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। জিওয়ান সিং ওয়ালা গ্রামের কাছে পৌঁছে হঠাৎ একটি সেতুতে ধাক্কা মারে। এর পরই নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও ৩ জন মারা গিয়েছে। দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ফলেই চাকা পিছলে গিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
- Related topics -
- দেশ
- বাস দুর্ঘটনা
- পাঞ্জাব
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- আহত
- বৃষ্টিপাত