Partha Chatterjee | জেলমুক্তি পার্থর! ছাড়া পাচ্ছেন SSCর প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও!

Monday, November 10 2025, 1:06 pm
highlightKey Highlights

তিন বছরেরও বেশি সময় জেলে কাটানোর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।


তিন বছরেরও বেশি সময় জেলে কাটানোর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সব মামলায় জামিন পেলেও, একটি মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় জেল মুক্তি পাচ্ছিলেন না পার্থ চট্টোপাধ্যায়। তবে আজ, সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে সেই সাক্ষ্য গ্রহণ শেষ হল। এদিন সাক্ষ্য গ্রহণ শেষ হলেও প্রথমে পার্থর জামিন সংক্রান্ত পরবর্তী নির্দেশ স্থগিত রেখেছিলেন বিচারক। পরে পার্থর রিলিজ অর্ডার দেন। উল্লেখ্য, পার্থর সঙ্গে জেল থেকে ছাড়া পাচ্ছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File