Delhi Airport | প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একাংশ! দুর্ঘটনায় নিহত ১, আহত ৬!

Friday, June 28 2024, 6:24 am
Delhi Airport |  প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একাংশ! দুর্ঘটনায় নিহত ১, আহত ৬!
highlightKey Highlights

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একাংশ। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬জন। মৃত্যু হয়েছে ১ জনের।


প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একাংশ। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬জন। মৃত্যু হয়েছে ১ জনের। সংবাদ সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একাংশ ভেঙে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। ছাদের কাঠামোর নীচে চাপা পড়ে একাধিক গাড়ি। ঘটনায় ছ'জনের গুরুতর চোট লাগে। তবে ভিতরে কেউ আটকে নেই বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File