শহর কলকাতা

Park Street | হোটেলে স্বামী-স্ত্রীর খাটের তলায় যুবকের রক্তাক্ত দেহ! পার্কস্ট্রীটের ঘটনায় হাড়হিম এলাকাবাসীর

Park Street | হোটেলে স্বামী-স্ত্রীর খাটের তলায় যুবকের রক্তাক্ত দেহ! পার্কস্ট্রীটের ঘটনায় হাড়হিম এলাকাবাসীর
Key Highlights

যে বিছানায় দম্পতি ঘুমিয়ে ছিলেন সেই বক্সের খাটে থেকেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ।

গত বুধবার বুধবার বিকেল পাঁচটা নাগাদ রফি আহমেদ কিদওয়াই রোডের ৩০২ নম্বর রুমে ওঠেন তিন যুবক। দুদিন পর ওই ঘরে চেক ইন করেন এক দম্পতি। শুক্রবার সকালে ঘর থেকে পচা গন্ধ বের হওয়ায় তাঁদের সন্দেহ হয়। হোটেল কর্মীরা এসে একটু খোঁজাখুজির পরই বক্স খাটের তলা থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাহুল লাল। পিকনিক গার্ডেনে তাঁর মামার কাছে থাকতেন যুবক। পুলিশের অনুমান, মদ্যপান করে অন্য দুই বন্ধু গলায় কাপড় জড়িয়ে রাহুলকে খুন করে বক্স খাটের মধ্যে তার দেহ রেখে পালিয়ে যায়।