Paris Paralympic 2024 | টোকিওকে ছাপিয়ে গেল প্যারিস! শট পাটে রুপো জিতে ভারতের হয়ে ২১তম পদক আনলেন শচীন খিলারি

Wednesday, September 4 2024, 11:08 am
highlightKey Highlights

পুরুষদের শট পাট F46 ইভেন্টে ১৬.৩২ মিটার থ্রো করে রুপো পেয়েছেন শচীন খিলারি।


প্যারালিম্পিকে এবার দেশের হয়ে ২১তম পদক জিতলেন শচীন খিলারি। বুধবার শটপাটে রুপো পেলেন ভারতের শচীন। পুরুষদের শট পাট F46 ইভেন্টে ১৬.৩২ মিটার থ্রো করে রুপো পেয়েছেন তিনি। একইসঙ্গে এটি এশিয়ান রেকর্ড থ্রোও। ন্যাশানাল প্যারা অ্যাথলেটিক্সস চ্যাম্পিয়নশিপে ৫ বারের সোনাজয়ী শচীন। উল্লেখ্য, এই নিয়ে প্যারালিম্পিকের ইতিহাসে ভারতে সবচেয়ে বেশি পদক এসেছে এবারই। টোকিও প্যারালিম্পিকে ভারতীয় প্যারা অ্যাথলিটরা ১৯টি পদক পেয়েছিলেন। প্যারিস প্যারালিম্পিকের ষষ্ঠ দিনই সেই পদক সংখ্যা ছাপিয়ে যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File