Higher Secondary Education | উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না অভিভাবকরা, থাকবে না সিভিক ভলেন্টিয়ারও!
মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর থেকে পরীক্ষাকেন্দ্রে আর প্রবেশ করতে পারবেন না অভিভাবকরা।
মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাক্ষেত্রেও একগুচ্ছ নিয়ম জারি করলো শিক্ষা সংসদ। এবছর পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রের ভেতরে পৌঁছে দেওয়ার অনুমতি পাবেন না অভিভাবকেরা। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বৈঠকে শিক্ষা সংসদের অফিসাররা জানিয়েছেন এবছর পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকবে না সিভিক ভলান্টিয়াররা। অভিভাবকদের প্রয়োজন হলে পুলিশ অফিসার অভিভাবককে সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়ে যাবে। এই দুই নিয়মের ফলে পরীক্ষাকেন্দ্রে টুকলি আটকানো সম্ভব হবে বলে আশা করছে শিক্ষা দপ্তর। ২০২৫ সালের পর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সেমেস্টার প্রক্রিয়ায়।