Cholera | ডায়রিয়া, বমি, জ্বর, পেটে ব্যথা হলেই সাবধান! কলকাতায় ছড়াচ্ছে কলেরার আতঙ্ক!

Monday, August 4 2025, 3:06 pm
highlightKey Highlights

পিয়ারলেস হাসপাতালে ডায়রিয়া, বমি, জ্বর, পেটে ব্যথা নিয়ে ভর্তি চার বছরের এক শিশু।


শহর কলকাতায় ছড়িয়েছে কলেরার আতঙ্ক। পিয়ারলেস হাসপাতালে ডায়রিয়া, বমি, জ্বর, পেটে ব্যথা নিয়ে ভর্তি চার বছরের এক শিশু। স্টুল টেস্টে দেখা যায় কলেরা পজিটিভ ওই শিশু। এর আগে গত মাসেই তপসিয়ার বাসিন্দা এক যুবকের কলেরা ধরা পড়ে। এছাড়াও দিন কয়েক আগেই কলেরার উপসর্গ নিয়ে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি হয় আরেক যুবক। সকলেই বমি, পেটে যন্ত্রণার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। কেবল কলকাতাতেই নয়, কলেরার আতঙ্ক ছড়িয়েছে জেলাতেও। গ্রামের বাসিন্দারা জানান, এক জায়গা থেকে জল নেওয়ার কারণে এই সংক্রমণ ছড়াচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File