Operation Sindoor | ৭ পাক-বায়ুসেনা আধিকারিকের মৃত্যুর কথা স্বীকার করলেন সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী!

ভারতীয় সেনার প্রত্যাঘাতে পাকিস্তানের ভোলারি বায়ুসেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সাত জন বায়ুসেনা কর্মীর মৃত্যুও হয়েছে। বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের।
পহেলগাঁও হামলার বদলা নিতে পাক ভূমিতে অপারেশন সিঁদুর সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে থাকা ৯ টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার কথা জানায় ভারতীয় সেনা। তবে এ তথ্য মেনে নিতে নারাজ ছিল পাকিস্তান। এবার ভারতীয় সেনার দাবির পক্ষে পরোক্ষ স্বীকৃতি দিলো সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী। পাকিস্তানের সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বলেছেন, “ভারতীয় বিমান বাহিনীর হামলায় ভোলারি পাক বায়ুসেনা ঘাঁটির সাত জন শহিদ হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ছ’জন অফিসার ও একজন টেকনিশিয়ান।”