Pak Army Chief | যুদ্ধকালীন পরিস্থিতিতে চাপের মুখে পাকিস্তান, বদলে গেলো পাক-সেনাপ্রধান

বড় খবর আসছে পাকিস্তান থেকে। সরিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনীরকে!
ঘরে বাইরে প্রবল সাঁড়াশি আক্রমণে বিধস্ত পাকিস্তান। সূত্রের খবর, বদল আসছে পাক সেনাবাহিনীতে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনীরকে নাকি সর্বোচ্চ পদ থেকে সরানো হচ্ছে। তাঁর জায়গায় শামশাদ মির্জাকে করা হতে পারে নতুন পাক সেনাপ্রধান। মুনীরের বিরুদ্ধে পাক সেনার অন্দরে বিদ্রোহ ঘোষণা হতেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান কতৃপক্ষ। অভিযোগ, নিজের স্বার্থসিদ্ধি করতে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিলেন যাচ্ছিলেন মুনীর। সংবাদমাধ্যম DNAর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই মুনীরকে নিজেদের হেফাজতে নিয়েছে প্রশাসন।