PAK Intel | ভারতীয় WhatsAppনম্বর ব্যবহার করে 'অপারেশন সিঁদুরে'র তথ্য নিচ্ছে পাকিস্তানি ইন্টেল! এই নম্বর থেকে সতর্ক হন আপনিও

Monday, May 12 2025, 12:11 pm
highlightKey Highlights

ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর: 𝟕𝟑𝟒𝟎𝟗𝟐𝟏𝟕𝟎𝟐 ব্যবহার করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা PIO!


অপারেশন সিঁদুর সম্পর্কে তথ্য নিতে নোংরা ফাঁদ পেতেছে ইসলামাবাদ। সূত্রের খবর, ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর: 𝟕𝟑𝟒𝟎𝟗𝟐𝟏𝟕𝟎𝟐 ব্যবহার করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা PIO! অভিযোগ, PIO গোয়েন্দারা ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা সেজে সাংবাদিক এবং বেসামরিকদের ফোন করে "অপারেশন সিন্দুরে"র চলমান পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। সূত্রের খবর, এই নম্বর থেকে বহু সাংবাদিকের কাছে তথ্যের খোঁজ খবর চাওয়া হয়েছে। ফলে 𝟕𝟑𝟒𝟎𝟗𝟐𝟏𝟕𝟎𝟐, এই ফোন নম্বরটি নিয়ে সতর্ক করেছে প্রতিরক্ষামন্ত্রক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File