Army Nursing College | সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা! লেখা হলো জ্বালাময়ী বক্তব্যও!
Friday, April 25 2025, 12:52 pm
Key Highlightsসেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা!
পহেলগাঁও জঙ্গি হামলার পর ক্রমশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের মেঘ ঘনাচ্ছে। এরই মধ্যে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা! জন্য গিয়েছে, ‘টিম ইনসেন পিকে’ নামে ওই হ্যাকার গ্রুপ সেনা নার্সিং কলেজের ওয়েবসাইটটি হ্যাক করেছে। এমনকি সেখানে জ্বালাময়ী বক্তব্যও লেখা হয়েছে হ্যাকারদের তরফে। সেনা সূত্রে জানা গিয়েছে, যেহেতু, ওই প্রতিষ্ঠান স্বশাসিত, তাই তাদেরই ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমকে বিষয়টি জানাতে হবে। কম্পিউটারের নিরাপত্তার দিকটি ওই টিমই দেখে।
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- পহেলগাঁও জঙ্গি হামলা
- হ্যাকার
- সাইবার হানা
- সাইবার ক্রাইম
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা

