হাই অ্যালার্ট জারি! ভারতের আকাশসীমায় দেখতে পাওয়া গেলো পাকিস্তানের ড্রোন।

Sunday, November 22 2020, 1:35 pm
highlightKey Highlights

জঙ্গি অনুপ্রবেশ, অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন, সন্ত্রাসবাদী হামলার পাশাপাশি এবার ড্রোনের মাধ্যমে ভারতীয় সেনার উপর নজরদারি চালানোর চেষ্টা করছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের মনকোট সেক্টর এবং মেন্ধর সেক্টরে পাক ড্রোনের দেখা মিলেছে। ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, গতকাল পাক ড্রোনের দেখা মেলে। সীমান্তে পাক সেনার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণের সময় গতকাল সন্ধে ৬.১৫ মিনিট নাগাদ পুঞ্চ সেক্টরে গুলি চালাতে শুরু করে পাক সেনা। রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে গুলিবর্ষণ। এরই মাঝে ভারতের আকাশসীমায় পাক ড্রোন উড়তে দেখা যায়। গোলাগুলি চালিয়ে ভারতের সেনা জওয়ানদের ব্যস্ত রেখে, সেই সুযোগে ড্রোন উড়িয়ে গোপন তথ্য সংগ্রহ করাই ছিল পাকিস্তানের লক্ষ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File