প্রতিরক্ষাড্রোনের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে ফের অস্ত্র পাচারের ছক ব্যর্থ করলেন ভারতীয় নিরাপত্তারক্ষীরা
ড্রোনের মাধ্যমে সীমান্তের ওপার থেকে জম্মু ও কাশ্মীরে ফের অস্ত্র পাচারের ছক করেছিল পাকিস্তানি রেঞ্জাররা। কিন্তু, তাদের সেই ছক ফের ব্যর্থ করলেন ভারতীয় নিরাপত্তারক্ষীরা। গ্রেপ্তার করলেন দুই জইশ-ই-মহম্মদ জঙ্গিকেও। ঘটনাটি ঘটেছে জম্মুর রামবান এলাকার কাছে। ধৃতদের নাম উমর আহমেদ মালিক ও সুহেল আহমেদ মালিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের সাম্বা এলাকায় পাকিস্তানি রেঞ্জাররা ড্রোনের মাধ্যমে প্রচুর অস্ত্র পাচার করেছে বলে খবর পান ভারতীয় গোয়েন্দারা। সেখান থেকে দুই জইশ জঙ্গিকে গ্রেপ্তার করার পাশাপাশি দুটি একে-৪৭, একটি পিস্তুল, ১৬টি গ্রেনেড, ১৯ একে-ম্যাগাজিন, ২৬৯টি তাজা কার্তুজ-সহ আরও অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।