Pakistan-Salman Khan | বালোচিস্তান নিয়ে কথা বলায় সলমান খানকে 'জঙ্গি' ঘোষণা করল পাক-সরকার!

Sunday, October 26 2025, 4:08 pm
highlightKey Highlights

ইসলামাবাদ কাউকে জঙ্গি বলে দাগিয়ে দিলে যে তালিকায় নাম থাকে, সে তালিকাতেই নাম রাখা হয়েছে সলমনের।


সম্প্রতি রিয়াধে এক অনুষ্ঠানে সলমন খান বলেন, 'এখন যদি আপনি একটি হিন্দি ছবি তৈরি করেন, আর তা সৌদি আরবে মুক্তি পায় তাহলে সুপারহিট হবে। একইভাবে যদি দক্ষিণ ভারতীয় ছবি মুক্তি পায় তাহলেও তা কোটি কোটি টাকার ব্যবসা করবে। কারণ অন্য অনেক দেশ থেকে মানুষ এখানে আসেন। সিনেমা দেখেন। এই দেশে বালোচিস্তান, পাকিস্তান, আফগানিস্তানের মানুষ আসেন।' বালুচিস্তান এবং পাকিস্তানের নাম আলাদাভাবে নেওয়ার কারণে অ্যান্টি টেরোরিজ়ম অ্যাক্ট (১৯৯৭)এর চতুর্থ তফসিলের আওতায় সলমন খানকে ‘জঙ্গি' হিসেবে ঘোষণা করল পাকিস্তান!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File