আন্তর্জাতিক

Bilawal Bhutto | লস্কর প্রধান হাফিজ সইদ ও জইশ প্রধান মাসুদ আজাহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি পাক বিদেশমন্ত্রী ভুট্টো!

Bilawal Bhutto | লস্কর প্রধান হাফিজ সইদ ও জইশ প্রধান মাসুদ আজাহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি পাক বিদেশমন্ত্রী ভুট্টো!
Key Highlights

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি জানালেন, লস্কর প্রধান হাফিজ সইদ ও জইশ প্রধান মাসুদ আজাহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি তারা।

উপযুক্ত প্রমান দিলেই লস্কর প্রধান হাফিজ সইদ ও জইশ প্রধান মাসুদ আজাহারকে ভারতের হাতে তুলে দেবে পাকিস্তান। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এদিন তিনি বলেন, "পাকিস্তানের সঙ্গে আলোচনায়, বিশেষ করে সন্ত্রাসবাদ ইস্যুতে আলোচনায় বসতে আমরা প্রস্তুত। সুসম্পর্কের নিরিখে লস্কর ই তইবার প্রধান হাফিজ সইদ ও জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজাহারকে আমরা প্রত্যর্পণ করতে রাজি আছি। " তিনি দাবি করেন “ভারতের প্রতিনিধি পাকিস্তানের আদালতে এসে উপযুক্ত প্রমাণ দিক।”