বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ও রাজ কপূরের পৈতৃক বাড়ির দাম ধার্য করল পাক সরকার।

Friday, December 11 2020, 9:13 am
বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ও রাজ কপূরের পৈতৃক বাড়ির দাম ধার্য করল পাক সরকার।
highlightKey Highlights

দিলীপ কুমার ও প্রয়াত রাজ কপূরের পৈতৃক বাড়ি বর্তমানে পাকিস্তানে। সেই দুই বাড়ির দাম ধার্য করল পাক সরকার। জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই দু’টি প্রাসাদ সমান বাড়ি। গত সেপ্টেম্বর মাসেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া রাজ্য সরকার বাড়ি দু’টি কিনে নিয়ে ‘ন্যাশনাল হেরিটেজ’-এর তালিকাভুক্ত করবে বলে স্থির করেছিল। নয়তো ধ্বংসপ্রাপ্ত অট্টালিকাগুলি ভেঙে দেওয়ার নির্দেশ এসেছে একাধিকবার। এ বারে বাড়ি কিনে নেওয়ার সরকারি প্রক্রিয়া শুরু হল। দিলীপ কুমারের ১০৮৯ বর্গফুটের বাড়িটির দাম ধার্য করা হয়েছে ৮০ লক্ষ ৫৬ হাজার টাকা। রাজ কপূরের ১৬৩৩.৫ বর্গফুটের বাড়িটি দেড় লক্ষ টাকায় কিনে নেওয়ার কথা বলেছে খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File