পাকিস্তান প্রশাসনের সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর করতে চলেছে আমেরিকা

Tuesday, November 2 2021, 3:58 pm
highlightKey Highlights

দীর্ঘদিন ধরেই আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসদমনের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে আসছে পাকিস্তান এবং আমেরিকা। সম্প্রতি জানা যাচ্ছে পাকিস্তানের সঙ্গে আমেরিকা একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করতে চলেছে, আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রসঙ্গত, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কয়েকটি জায়গায় দু’তরফে মতানৈক্য দেখা গিয়েছে, যার সুবাদে সম্প্রতি তালিবানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। সোমবার চুক্তির বিষয়টি প্রকাশ্যে আসার পরে অনেকের প্রশ্ন ওঠে সীমান্ত সমস্যা নিয়ে সম্পর্কের অবনতির জেরেই কি এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান? তবে পাকিস্তানের তরফে আমেরিকার সঙ্গে চুক্তির বিষয়টি উড়িয়ে দেওয়ার পরে সমস্ত জল্পনার অবসান হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File