Pakistan Blast | সকাল থেকেই বিস্ফোরণে কাঁপছে পাকিস্তান! ১২টি শহরে মোট ১৫টি জায়গায় বিস্ফোরণ!

Thursday, May 8 2025, 8:57 am
highlightKey Highlights

রাওয়ালপিন্ডি সহ পাকিস্তানের ১২টি শহরে মোট ১৫টি জায়গায় বিস্ফোরণ হয়েছে।


বৃহস্পতিবার সকাল থেকেই বিস্ফোরণে কেঁপে উঠছে পাকিস্তানের নানান এলাকা। এদিন সকালেই লাহোরের ওয়ালটন বিমানবন্দরে পরপর বিস্ফোরণ হয়। ঘণ্টাখানেক বাদেই করাচিতেও বিস্ফোরণ। একই ভাবে রাওয়ালপিন্ডি সহ পাকিস্তানের ১২টি শহরে মোট ১৫টি জায়গায় বিস্ফোরণ হয়েছে। সূত্রে জানা গিয়েছে, সকালে লাহোরে পরপর ৬টি বিস্ফোরণের পর করাচি, রাওয়ালপিন্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘটকি, সিয়ালকোট, গুজরানওয়ালা, বালুচিস্তানেও পরপর বিস্ফোরণ হয়েছে। ড্রোন থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক ধারণা। এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File