Haider Ali | ইংল্যান্ডে সিরিজ খেলতে গিয়ে ধর্ষণ! বিদেশেই গ্রেফতার পাক ক্রিকেটার হায়দার আলি!

ধর্ষণের অভিযোগে ইংল্যান্ডে গ্রেফতার পাকিস্তানের তরুণ ব্যাটার হায়দার আলি।
ধর্ষণের অভিযোগে ইংল্যান্ডে গ্রেফতার পাকিস্তানের তরুণ ব্যাটার হায়দার আলি। ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে হায়দার ধর্ষণ করেন বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, সেই সময় পাকিস্তানের A দল ইংল্যান্ডে সিরিজ় খেলতে গিয়েছিল। এদিকে PCB এর পক্ষ থেকে জানানো হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হায়দার আলিকে সাসপেন্ড করা হয়েছে। উল্লেখ্য,এখনও পর্যন্ত দেশের জার্সিতে দুটো ODI ও ৩৫টা টি টোয়েন্টি খেলেছেন এই ২৪ বছর বয়সী পাক ক্রিকেটার। টি টোয়েন্টিতে তিনটে হাফ সেঞ্চুরি সহ রয়েছে ৫০৫ রান।