IND-PAK | রাতের অন্ধকারে ফের সীমান্তে গুলি ছুঁড়লো পাক সেনা! পাল্টা জবাব দিলো ভারতও!

ভারতের বিনা উস্কানিতে সোমবার রাত এবং মঙ্গলবার ভোররাতে কুপওয়ারা এবং বারামুলা জেলা সহ আখনুর সেক্টরে গুলি বর্ষণ শুরু করে পাকিস্তানের সেনা।
পঞ্চমদিনেও যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করল পাক সেনা। ভারতের বিনা উস্কানিতে সোমবার রাত এবং মঙ্গলবার ভোররাতে কুপওয়ারা এবং বারামুলা জেলা সহ আখনুর সেক্টরে গুলি বর্ষণ শুরু করে পাকিস্তানের সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। এর আগে এর আগে পুঞ্চ জেলার সীমান্ত, কুপওয়ারা সীমান্তে উত্তেজনা তৈরি হয়। পহেলগাঁও হামলা পর পাকিস্তানকে 'জব্দ' করতে সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। পাকিস্তানের নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে। এরপরই মূলত, রাতের অন্ধকারেই এমন কাণ্ড ঘটাচ্ছে পাক সেনা।
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- পাক-সেনা
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- সেনাকর্মী
- গুলি বর্ষণ