আন্তর্জাতিক

Pak-China | বিপাকে পাকিস্তান ও চিন! পরিবহণ সংগঠনগুলির আন্দোনের জেরে স্তব্ধ গদর বন্দর, বন্ধ সিপিইসি

Pak-China | বিপাকে পাকিস্তান ও চিন! পরিবহণ সংগঠনগুলির আন্দোনের জেরে স্তব্ধ গদর বন্দর, বন্ধ সিপিইসি
Key Highlights

পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী অত্যাচারের জেরে চলছে পাকিস্তানের পরিবহণ সংগঠনগুলির আন্দোলন।

পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী অত্যাচারের জেরে চলছে পাকিস্তানের পরিবহণ সংগঠনগুলির আন্দোলন। গত ৫ দিন ধরে স্তব্ধ বালুচিস্তানের গদর বন্দর। বন্ধ হয়ে গিয়েছে পাক চিন অর্থনৈতিক করিডোর (সিপিইসি), মাক্রান জাতীয় সড়ক সহ আরও একাধিক রাস্তা। যা আর্থিক দিক থেকে পাকিস্তানের কাছে এক বিরাট ধাক্কা। এদিকে চিন্তা চিনেরও। অর্থনৈতিক দিক থেকে পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গদর বন্দর। মধ্য প্রাচ্যের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য চিনের কাছেও এর গুরুত্ব অপরিসীম।