PAK Water Crisis | শুকিয়ে কাঠ পাকিস্তানের 'গলা'! খরিফ চাষের জন্য কমবে পড়বে জল, আশঙ্কায় পাক সরকার!

Tuesday, May 6 2025, 2:22 pm
highlightKey Highlights

পহেলগাঁও হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত সরকার। এরপর থেকেই কার্যত 'গলা শুকিয়ে' যাচ্ছে পাকিস্তানের।


পহেলগাঁও হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত সরকার। এরপর থেকেই কার্যত 'গলা শুকিয়ে' যাচ্ছে পাকিস্তানের। এবার ধরা পড়লো সেই ছবিও! চেনাব বা চন্দ্রভাগা নদীর উপরে বাগলিহার বাঁধ থেকে জল বন্ধ করে দিয়েছে ভারত। ফলে খরিফ চাষের জন্য জল কম পড়বে বলে আশঙ্কায় পাকিস্তানের ইন্দাস রিভার সিস্টেম অথরিটি(IRSA)। সম্প্রতি IRSAর চেয়ারম্যান মহম্মদ শাবিরের নেতৃত্বে ডাকা বৈঠকেই মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত খরিফ চাষে জলসংকটের কথা উঠে আসে। আশঙ্কা করা হচ্ছে ওই সময়ে ২১ শতাংশ জল কম পড়তে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File