Pak Spy | পাকিস্তানকে তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার বায়ুসেনার প্রাক্তন আধিকারিক! তোলপাড় অসমে

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অসমের তেজপুর থেকে বায়ুসেনার এক প্রাক্তন আধিকারিককে গ্রেপ্তার করল পুলিশ।
পাকিস্তানের চরবৃত্তি করার অভিযোগে এবার অসম থেকে বায়ুসেনার এক প্রাক্তন আধিকারিককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত কুলেন্দ্র শর্মা তেজপুরের পাটিয়ার বাসিন্দা। তিনি বায়ুসেনার প্রাক্তন জুনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। ২০০২ সালে অবসর নিয়েছিলেন কুলেন্দ্র। পরে তেজপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স বিভাগে যোগ দেন। দেশের সংবেদনশীল তথ্য পাকিস্তানি গুপ্তচর সংস্থার হাতে তুলে দিয়েছেন কুলেন্দ্র। তাঁর মোবাইল এবং ল্যাপটপও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ধৃতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
