Bangladesh-Pakistan | ওপার বাংলায় তৈরী হচ্ছে পাক-আইএসআই ঘাঁটি, সমর্থন ইউনূসের!

Saturday, November 1 2025, 3:37 am
highlightKey Highlights

ঢাকায় পাকিস্তান হাইকমিশন চত্বরে এই কার্যালয় খোলার সম্ভাবনা। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ভারতের সীমান্ত সুরক্ষাকে আরও চাপে ফেলতে বাংলাদেশের এই পদক্ষেপ।


‘বন্ধুত্বে’র উপহার হিসেবে পাকিস্তানের ‘আবদার’ রাখলেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। সূত্রের খববর, রাজধানী ঢাকায় পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কার্যালয় খুলছে। অনুমোদন দিয়েছেন খোদ ইউনুস। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, বাংলা-সহ উত্তরপূর্ব ভারতের স্থিতাবস্থা বিঘ্নিত করতে ISIকে কাজে লাগানোর ছক কষছে পাকিস্তান। উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিদ শামসাদ মির্জা ও তাঁর প্রতিনিধিদল ঢাকা সফর করে গিয়েছেন। দ্বিপাক্ষিক বৈঠকে করাচি বন্দর ব্যবহারের অনুমোদন পেয়েছে ঢাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File