আন্তর্জাতিক

Asim Munir | ভারতের কাছে পরাজয়ের পুরস্কার পেলেন আসিম মুনির! পাক সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করলো শাহবাজ সরকার!

Asim Munir | ভারতের কাছে পরাজয়ের পুরস্কার পেলেন আসিম মুনির! পাক সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করলো শাহবাজ সরকার!
Key Highlights

পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করলো শাহবাজ শরিফ সরকার! এটি পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদ এবং পাঁচ তারা বিশিষ্ট ব়্যাঙ্ক।

ভারতের কাছে পরাজয়ের পুরস্কার? পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করলো শাহবাজ শরিফ সরকার! এটি পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদ এবং পাঁচ তারা বিশিষ্ট ব়্যাঙ্ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয়ের তরফে জানানো হয়েছে যে জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল পদে প্রোমোশন দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। উল্লেখ্য, এই পদ এর আগে পাকিস্তানে একমাত্র একজনই পেয়েছিলেন। ১৯৫৯ সালে এই পদ পেয়েছিলেন জেনারেল আয়ুব খান। এরপর কার্যত পাকিস্তানে 'ইতিহাস' লিখলেন আসিম মুনির।