Bula Chowdhury | প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর পদ্মশ্রী চুরির ঘটনায় তদন্তে নামল সিআইডি!
Saturday, August 16 2025, 2:07 pm
Key Highlightsপ্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়ি থেকে পদ্মশ্রী চুরির ঘটনায় তোলপাড়। তদন্তে নামল সিআইডি।
শুক্রবার সকালে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়িতে চুরি হয়। চোরেরা বুলা চৌধুরীর জেতা মেডেল, স্মারক বাথরুমের কল, ঠাকুরের জিনিসপত্র, লক্ষ্মীর ভাঁড়ও নিয়ে পালায়। এ ঘটনায় ভেঙে পড়েছেন পদ্মশ্রী সাঁতারু। উত্তরপাড়া থানায় অভিযোগ জানান তিনি। শুক্রবার সকালে সিআইডি আধিকারিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ওই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেন। তদন্তকারীদের অনুমান, দুষ্কৃতীরা স্থানীয় কেউ। তাঁরা জানত বুলা চৌধুরী সপরিবারে কলকাতার কসবায় ফ্ল্যাটে থাকেন। আদি বাড়ি ফাঁকাই থাকে।

