Rani Rampal | অবসর ঘোষণা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক! পদ্মশ্রী-অর্জুন পুরস্কার প্রাপ্ত রানি রামপালের ১৬ বছরের কেরিয়ারের ইতি
অবসর ঘোষণা করলেন ভারতের মহিলা হকি দলের তারকা রানি রামপাল। রানি দেশের হয়ে খেলেছেন ২৫০টি হকি ম্যাচ। করেছেন ১০০টি গোল।
অবসর ঘোষণা করলেন ভারতের মহিলা হকি দলের তারকা রানি রামপাল। রানি দেশের হয়ে খেলেছেন ২৫০টি হকি ম্যাচ। করেছেন ১০০টি গোল। এমনকি তাঁর অধিনায়কত্বের সময়ই টোকিও অলিম্পিকে চতুর্থ হয়েছিল ভারতীয় হকি দল। মাত্র ১৫ বছর বয়সে ২০১০র হকি বিশ্বকাপে অংশগ্রহণ করে ৭টা গোল করেছিলেন। তাঁর কৃতিত্বে ভারত ২০১৭ এবং ২০১৮র মহিলাদের এশিয়া কাপে রুপো জয় করে। ২০১৬ সালে তিনি অর্জুন সম্মান এবং ২০২০এ খেল রত্ন পুরস্কার পান। সেই বছরই পদ্মশ্রী সম্মানে ভূষিত হন রানি।
- Related topics -
- খেলাধুলা
- হকি
- ভারতীয় মহিলা হকি টীম
- ভারতীয় হকি দল
- ভারতীয় হকি টিম