Ozzy Osbourne | বেদনার সুরে চিরকালের জন্য হারিয়ে গেলেন 'দ্য প্রিন্স অব ডার্কনেস'! প্রয়াত অজি অসবার্ন !

Wednesday, July 23 2025, 7:43 am
highlightKey Highlights

প্রয়াত 'দ্য প্রিন্স অব ডার্কনেস' খ্যাত, ব্ল্যাক সাবাথ ব্যান্ডের ফ্রন্ট ম্যান, অজি অসবার্ন।


প্রয়াত 'দ্য প্রিন্স অব ডার্কনেস' খ্যাত, ব্ল্যাক সাবাথ ব্যান্ডের ফ্রন্ট ম্যান, অজি অসবার্ন। মাত্র দু'সপ্তাহ আগেই তীব্র শারীরিক যন্ত্রণা নিয়েও শেষবার মঞ্চে উঠেছিলেন ব্রিটিশ গায়ক। বিস্ময়কর সেই বিদায়ী কনসার্টের রেশ কাটতে না কাটতেই বেদনার সুরে হারিয়ে গেলেন কিংবদন্তী রকস্টার। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে অনেক ব্যান্ডের সঙ্গে জড়িত থাকলেও হেভি মেটাল ঘরনার ব্যান্ড ব্ল্যাক সাবাথের মূল গায়ক ও রচয়িতা হিসেবেই অজিকে চেনে বিশ্ববাসী। অজির প্রায় সাড়ে ৩ কোটি কপি অ্যালবাম বিক্রি হয়েছে। জিতেছেন গ্রামি এ্যাওয়ার্ডও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File