'দুয়ারে অক্সিজেন'- অক্সিজেনের প্রয়োজনে ফোন করলেই বাড়ি পৌঁছে যাবেন চেতলা অগ্রণীর ক্লাব সদস্যরা
Thursday, December 21 2023, 2:26 pm

পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী তথা কলকাতার চেতলা অগ্রণী ক্লাবের সভাপতি ফিরহাদ হাকিম (ববি হাকিম) এবার 'দুয়ারে অক্সিজেন' কর্মূসূচি আরম্ভ করলেন। এবার থেকে যাঁদের অক্সিজেন প্রয়োজন, তাঁদের বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে পোঁছে যাবে অক্সিজেন। ফোন নম্বর দুটি হল ৯৮৩১১০৪৬৫৬ ও ৭০০৩৮৬৮৪১৪ । এই সম্বন্ধে মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, তাঁরা ডোনেশন বাবদ ২০ টি অক্সিজেন কন্সেন্ট্রেটর পেয়েছেন, যার সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। বিশেষত করোনা রোগীদের কথা মাথায় রেখেই তাঁদের এমন সিদ্ধান্ত। আপাতত যাঁদের প্রয়োজন এই মেশিনটি ১০ দিনের জন্য তাদের বাড়িতে থাকবে। আরও বেশি প্রয়োজন হলে তার জন্য লিখিত আবেদন করতে হবে বলেই জানানো হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে।
- Related topics -
- রাজ্য
- অক্সিজেন
- শহর কলকাতা