তিন মাসের মধ্যেই দেশে মিলবে কোভিড টিকা, দাম হবে ১০০০ টাকার মধ্যে, জানাল সিরামের সিইও !
Friday, November 20 2020, 10:11 am
Key Highlightsশুক্রবার দিল্লির একটি অনুষ্ঠানে আদর পুনাওয়ালা, সিরাম ইনস্টিটিউটের চিফ এগজিকিউটিভ অফিসার জানালেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বানানো কোভিড টিকা ভারতে তিন মাসের মধ্যেই চালু হয়ে যাবে, প্রাথমিকভাবে ২ টি ডোজ দেওয়া হবে, দাম হবে ১ হাজার টাকার মধ্যে। কিন্তু, এই সবকিছুই চূড়ান্ত পর্বের ট্রায়ালের সাফল্য ও টিকা বানানোর সরকারি অনুমোদনের উপর নির্ভর করছে। পর্যাপ্ত বাজেটের অনিশ্চয়তা, টিকা দেশের প্রত্যন্ত, দুর্গম প্রান্তের কোণায় কোণায় পৌঁছে দেওয়া, টিকাকরণের সঠিক পরিকাঠামো ইত্যাদি কারণের জন্য ভারতের সব মানুষকে এই টিকা দেওয়ার জন্য আরও ২/৩ বছর সময় লাগবে অর্থাৎ ২০২৪ সালের মধ্যে তা সম্পূর্ণ হবে।