এইডস, এইচ.আই.ভি. ওষুধ নিয়ে বড়সড় ঘোষণা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের !
Tuesday, July 13 2021, 4:38 am
Key Highlights১৯৮০ সালে বিজ্ঞানীরা AIDS নামক বিপজ্জনক রোগটির কথা প্রথম জানতে পারে। বহু প্রচেষ্টা সত্ত্বেও এই রোগের টিকা তৈরী করা আজও সম্ভব হয়নি। তাই খৎনা করা, কনডমের ব্যবহার, এন্টিরেট্রোভাইরাল ড্রাগস ইত্যাদির ওপরেই এইচআইভি প্রতিরোধ নির্ভর করছে। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে মানব শরীরে HIV-CORE 0052 নামক নতুন একটি নোভেল এইচআইভি টিকা দেওয়া শুরু হচ্ছে। জানা যাচ্ছে, এটি মূলত এইচআইভি-১ ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করবে। এই ট্রায়ালের উদ্দেশ্য হল HIVconsvX টিকার নিরাপত্তা, সহনশীলতা এবং প্রতিরোধ ক্ষমতা মূল্যায়ন করা ।
- Related topics -
- স্বাস্থ্য
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
- টিকাকরণ

