করোনাকে কাবু করতে ফেব্রুয়ারিতে স্বাস্থ্যকর্মী, প্রবীণরা সম্ভবত ১০০০টাকায় পাবে অক্সফোর্ডের ভ্যাকসিন ।

Wednesday, February 24 2021, 8:39 am
highlightKey Highlights

সুখবর! শুক্রবার CEO আদার পুনাওয়ালা জানিয়েছেন, ২০২১-এর ফেব্রুয়ারি মাসেই স্বাস্থ্যকর্মী ও প্রবীণদের পেয়ে যাওয়া উচিত অক্সফোর্ডের ভ্যাকসিন। যার জন্য খরচ হবে মাত্র ১০০০ টাকা। এর আওতায় থাকবে দুটি ডোজ। সম্ভবত, ২০২৪ সালে ভারতের জনসাধারণের কাছে সহজে উপলব্ধ হবে ভ্যাকসিন। পুনাওয়ালা জানিয়েছেন, এমনিতে বাজারে এই ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম থাকবে ৫ থেকে ৬ মার্কিন ডলারের৷ যা ভারতীয় মূল্যে দুটি ডোজের সর্বাধিক দাম পড়তে পারে প্রায় ১০০০ টাকা৷ তবে ভারত সরকার আরও কম দামে এই ভ্যাকসিন কিনবে বলে জানা যাচ্ছে৷ বাজারে অন্যান্য যে ভ্যাকসিনগুলি রয়েছে, তার তুলনায় অক্সফোর্ড ভ্যাকসিনের দাম কম রাখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File