রাজনৈতিক

Delhi Election | আপের ভরাডুবির মধ্যে আতিশির জয়! নিজের কেন্দ্রে ৩ হাজার ৫২১ ভোটে জয় দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রীর

Delhi Election | আপের ভরাডুবির মধ্যে আতিশির জয়! নিজের কেন্দ্রে ৩ হাজার ৫২১ ভোটে জয় দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রীর
Key Highlights

দিল্লির কালকাজি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রমেশ বিধুরিকে ৩ হাজার ৫২১ ভোটে হারিয়েছেন তিনি।

দিল্লিতে 'পদ্মঝড়ে' হেরে গিয়েছেন অরিবন্দ কেজরীবাল, মণীশ সিসোদিয়া, সৌরভ ভরদ্বাজের মতো আম আদমি পার্টির হেভিওয়েট নেতারা। কিন্তু দলের ভরাডুবির মধ্যেই নিজের কেন্দ্রে জিতলেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি। দিল্লির কালকাজি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রমেশ বিধুরিকে ৩ হাজার ৫২১ ভোটে হারিয়েছেন তিনি। আতিশি পেয়েছেন ৫২ হাজার ১৫৪টি ভোট এবং রমেশ বিধুরি পেয়েছেন ৪৮ হাজার ৬৩৩টি ভোট। তবে জয় ধরে রাখতে সমর্থ হলেও ২০২০ সালের তুলনায় ভোটের মার্জিন অনেকটাই কমেছে আতিশির।