Bangladesh | বিদ্রোহী কবি নজরুলের সমাধির পাশেই দেওয়া হবে কবর! হাদির মৃত্যুতে অশান্ত বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজী নজরুল ইসলামের কবর। তার কাছেই স্থান দেওয়া হয়েছে ওসমান হাদিকে।
শুক্রবার ৫টা ৪৮ মিনিটে ওসমান হাদির মরদেহ নিয়ে সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বিশেষ বিমান। আজ, শনিবার সংসদ ভবনে রাখা থাকবে তাঁর দেহ। হাদির মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাধিত করা হবে। হাদির মৃত্যুর পর থেকেই অশান্ত বাংলাদেশ। ঢাকা, রাজশাহী, খুলনা সহ একাধিক জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। রাতে হামলা হয়েছে উদীচীতেও।
