Weather WB | ধেয়ে আসছে ঝড়! কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই জারি কমলা সতর্কতা! তাপমাত্রা কমবে ৩-৪ ডিগ্রি!

শুক্রবারও আবহাওয়া দফতর ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করেছে।
বৃহস্পতিবার রাতে ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ বেশ কয়েক জেলা। এরপর শুক্রবারও আবহাওয়া দফতর ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করেছে। আজ কলকাতায় ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় আসতে পারে। অন্যান্য জেলাতেও ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে। আগামী ২৩ মার্চ পর্যন্ত কলকাতা সহ হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।