Larry Ellison | জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হয়ে উঠলেন ওরাকলের প্রতিষ্ঠাতা ও সিইও ল্যারি এলিসন
Wednesday, September 18 2024, 8:03 am
Key Highlights
বেজোস ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তালিকায় ২ নম্বর স্থানটি পেয়েছেন ল্যারি।
ওরাকলের প্রতিষ্ঠাতা এবং সিইও ল্যারি এলিসন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হয়ে উঠলেন। বেজোস ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তালিকায় ২ নম্বর স্থানটি পেয়েছেন ল্যারি। ওরাকল এন্টারপ্রাইজ সফ্টওয়্যার জায়ান্টের শেয়ার এই মাসে ২০ শতাংশে উন্নীত হয়েছে। এলিসনের অর্থের পরিমাণ $৮.১ বিলিয়ন থেকে বেড়ে প্রায় $২০৬ বিলিয়নে পৌঁছেছে। এলিসন বলেন, মাইক্রোসফ্ট এবং গুগলের সাথে ওরাকলের অংশীদারিত্বের মতো ডেডিকেটেড হার্ডওয়্যারে ডেটাবেস পরিষেবাগুলি সক্ষম করতে কোম্পানিটি অ্যামাজনের সাথে হাত মেলাতেও চাইছে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ব্যবসায়ী
- প্রযুক্তি