Supreme Court | অপারেশন সিঁদুরের উইং কমান্ডারের চাকরি যেতে বসেছিল, আটকালো সুপ্রিম কোর্ট

বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় বায়ুসেনাকে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নিকিতা পান্ডেকে এখনই কাজ থেকে অব্যহতী দেওয়া যাবে না।
অপারেশন সিঁদুরে যুক্ত ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নিকিতা পান্ডে। প্রায় ১৩ বছর ৫ মাস ধরে চাকরি করছেন তিনি। ২০১৯ সালে লাগু হওয়া নতুন স্বল্পমেয়াদি কমিশন অনুসারে তাঁকে বাধ্য করা হচ্ছে এক মাস পরে অব্যহতি নিতে। তাঁর স্থায়ী কমিশন আটকে যাচ্ছে। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় বায়ুসেনাকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বায়ুসেনা একটি পেশাদার বাহিনী, সেখানে নিকিতার মতো অফিসারদের চাকরির অনিশ্চয়তা ভাল কথা নয়। এখনই অব্যাহতি দেওয়া যাবে না তাঁকে।