Operation Sindoor | ক্লাস থ্রি থেকে টুয়েলভের সিলেবাসে যুক্ত হচ্ছে ‘অপারেশন সিঁদুর’, উদ্যোগী NCERT

Saturday, July 26 2025, 5:41 pm
highlightKey Highlights

শীঘ্রই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচ্ছদ আনতে চলেছে জাতীয় শিক্ষাক্রম পর্ষদ বা (NCERT)। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাসে জুড়তে চলেছে ‘অপারেশন সিঁদুর’।


এবছরের ২৭ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটককে গুলি করে খুন করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এঘটনা দশদিনের মাথায়, ৭ই মে ভারত প্রতিক্রিয়াস্বরূপ পাক ভূমিতে ‘অপারেশন সিঁদুর’ নামক সামরিক অভিযান চালায় ভারতীয় সেনারা। এবার এই অপারেশনকে সন্মান জানাতে উদ্যোগী জাতীয় শিক্ষাক্রম পর্ষদ বা (NCERT)। সূত্রের খবর, পুলওয়ামা, উরির পর তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাসে জুড়তে চলেছে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনার বীরত্ব ও ফের পাকিস্তানের পরাজয় নিয়ে পড়ুয়াদের সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File