দেশ

Operation Sindoor | অপারেশন সিঁদুরে কতটা ক্ষতি হলো পাক-ভূমির, ভারতীয় সেনার সাফল্যের খতিয়ান দেখে নিন একনজরে

Operation Sindoor | অপারেশন সিঁদুরে কতটা ক্ষতি হলো পাক-ভূমির, ভারতীয় সেনার সাফল্যের খতিয়ান দেখে নিন একনজরে
Key Highlights

পহেলগাঁও হামলার পাল্টা প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর স্ট্রাইক করেছে ভারত। কটি পাক ঘাঁটি উড়িয়েছে সেনা?

পহেলগাঁও হামলার পাল্টা প্রত্যাঘাতে পাক ভূমিতে 'অপারেশন সিঁদুর' স্ট্রাইক করেছে ভারত। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে লস্কর ই তৈবা, জইশ ই মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের ন'টি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে সেনা। খতম করে দেওয়া হয়েছে একাধিক 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গিনেতাকে। রাফিকি, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর, শিয়ালকোট সহ পাকিস্তানের ১১টি বায়ুঘাঁটিতে প্রত্যাঘাত চালিয়ে ধ্বংস করা হয়েছে পাক সম্পত্তি। ভারতের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে বারবার প্রতিহত করা হয়েছে পাক ড্রোন হামলাকে।