Jammu and Kashmir । জম্মু ও কাশ্মীরে জঙ্গির বিরুদ্ধে অভিযান! গুলিতে শহীদ সেনা আধিকারিক
Wednesday, August 14 2024, 9:24 am
Key Highlightsজম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা। ডোডায় চার জঙ্গির বিরুদ্ধে অভিযান চলছিল।
জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা। ডোডায় চার জঙ্গির বিরুদ্ধে অভিযান চলছিল। সেই সময় জঙ্গিদের ছোড়া গুলিতে সেনা আধিকারিকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। আহত হয়েছেন একজন স্থানীয় বাসিন্দাও। জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি চলছে উপত্যকায়। জম্মু ও কাশ্মীরের ডোডার জঙ্গলে চার জঙ্গি ঘাঁটি গেড়েছে, শিবগড়-আসর এলাকায় তারা লুকিয়ে রয়েছে বলে খবর মিলেছিল গোপন সূত্রে। সেই মতো মঙ্গলবার রাতেই অভিযানে নামে সেনা। তল্লাশি চালাচ্ছিল যৌথ নিরাপত্তা বাহিনী। রাতেই জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়।
- Related topics -
- জম্মু-কাশ্মীর
- ভারতীয় সেনা
- সেনাকর্মী
- ভারতীয় সেনা
- হামলা
- জঙ্গি হামলা

