H-1B Visa | পুরোনো নয়, নয়া ভিসায় দিতে হবে বর্ধিত ফি, স্বস্তিতে এইচ-১বি ভিসা হোল্ডাররা

এইচ-১বি ভিসার নিয়ম নিয়ে ক্ল্যারিফিকেশন দেওয়া হলো হোয়াইট হাউসের তরফে।
শুক্রবার এইচ ১বি ভিসা নিয়ে নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে একধাক্কায় এইচ ১বি ভিসার দাম ১ লক্ষ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) ধার্য হয়েছে। এ ঘোষণায় চিন্তায় মার্কিন মুলুকে কর্মরত বিভিন্ন দেশের কর্মীরা। হোয়াইট হাউসের তরফে জানানো হলো, বর্তমানে এইচ-১বি ভিসা হোল্ডারদের জন্য বর্ধিত ফি প্রযোজ্য হচ্ছে না। অর্থাৎ যাঁদের ইতিমধ্যেই ভিসা মঞ্জুর হয়েছে, তাঁদের এ নিয়ে চিন্তার দরকার নেই। নতুন ভিসা আবেদনকারীদের এককালীন এই টাকা দিতে হবে। ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নয়া নীতি।