রাজ্য

Online Puja Fraud | বড় মা, তারা মা, ভবতারিণীর কাছে অনলাইনে 'পুজো' দেওয়ার নামে প্রতারণা! রিষড়া থেকে গ্রেফতার অভিযুক্ত

Online Puja Fraud | বড় মা, তারা মা, ভবতারিণীর কাছে অনলাইনে 'পুজো' দেওয়ার নামে প্রতারণা! রিষড়া থেকে গ্রেফতার অভিযুক্ত
Key Highlights

বড় মা, দক্ষিণেশ্বর কালী মা সহ বিভিন্ন মন্দিরের পুজো দিতে অনলাইনে দেওয়ার 'মিথ্যা' বা ফেক ওয়েবসাইট খুলে প্রতারণা!

বড় মা, দক্ষিণেশ্বর কালী মা সহ বিভিন্ন মন্দিরের পুজো দিতে অনলাইনে দেওয়ার 'মিথ্যা' বা ফেক ওয়েবসাইট খুলে প্রতারণা! এই ঘটনায় রিষড়া থেকে গ্রেফতার করা হয়েছে সুরজিৎ কুন্ডুকে। পুলিশ সূত্রে খবর, একটি ওয়েবসাইট খুলে নৈহাটির বড় মা, দক্ষিণেশ্বর কালী মা, ঢাকা কালীবাড়ি, তারাপীঠের তারা মা, বিভিন্ন জায়গার সিদ্ধশ্বেরী মা কালী, মাহেশের জগন্নাথ মন্দিরের নামে অনলাইনে পুজো দেওয়ার বন্দোবস্ত করে দিত অভিযুক্ত। যাঁরা আবেদন করতেন তাঁদের কাছ থেকে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পুজো দেওয়ার জন্য বুকিং ফি নেওয়া হত।