অনলাইন প্রতারণা যেন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা, অশোকনগরে অ্যাপ ডাউনলোড করতেই গায়েব ৫৬ হাজার ৩0 টাকা

Wednesday, February 10 2021, 10:57 am
highlightKey Highlights

অনলাইন প্রতারণা যেন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। সেরকম আরেকটি ঘটনা ঘটে গেল অশোকনগর হরিপুরে। মঙ্গলবার দুপুরের ঘটনা। অজানা নম্বর থেকে ফোন। নিজেকে একটি মোবাইল কানেকশন পরিষেবাদায়ক সংস্থার কর্মী বলে পরিচয় দেন ফোনের ওপারের ব্যক্তি। তিনি বলেন, ফোনের সিমের জন্য কেওয়াইসি পেন্ডিং আছে। কেওয়াইসি সেদিনই জমা না করলে সিম ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে।তারপর তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তারপরই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৫৬ হাজার ৩0 টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File